কোনটি মৌলিক শব্দ ?

প্রশ্ন : কোনটি মৌলিক শব্দ ?

ক.মানব

খ.গোলাপ

গ.একাঙ্ক

ঘ.ধাতব



যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন: গোলাপ, হাত, কলম, চোখ, নাক ইত্যাদি। অপরদিকে মানব, একাঙ্ক, ধাতব শব্দগুলো সাধিত শব্দ। মানব এবং ধাতব শব্দ দুটি প্রত্যয়যোগে গঠিত। মনু + ষ্ণ (অ) = মানব, ধাতু + ষ্ণ (অ) = ধাতব দুটি শব্দই তদ্ধিত প্রত্যয় সাধিত । একাঙ্ক সন্ধি সাধিত শব্দ। যেমন: এক + অঙ্ক = একাঙ্ক। 


Post a Comment

0 Comments