গুচ্ছ ভর্তি পরীক্ষা | গ ইউনিট MCQ সমাধান - ( বাংলা অংশ )

 GST C Unit MCQ সমাধান by MCQsir.com



গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২, ব্যবসায় শিক্ষা বিভাগের বাংলা MCQ সমাধান by MCQsir



০১. দেশবিভাগের প্রতিফলন ঘটেছে কোন গল্পে?


ক. বায়ান্নর দিনগুলো

খ. সৌদামিনী মালো 

গ. কাসেমের যুদ্ধযাত্রা

ঘ. একটি তুলসী গাছের কাহিনি



উত্তর: ঘ


০২.“যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না।” 

এই উক্তিটি কার?


ক. খয়রাত হোসেন

খ. কাজী নজরুল ইসলাম

গ. শেখ মুজিবুর রহমান 

ঘ. মোখলেসুর রহমান 


উত্তর: গ




০৩. 'লালসালু' উপন্যাসে ধলা মিয়া কে?


ক. জমিলার বড় ভাই

খ. জমিলার ছোট ভাই

গ. খালেক ব্যাপারীর বড় ভাই 

ঘ. তানু বিবির বড় ভাই 


উত্তর: ঘ


০৪. "দোষ স্বীকার কর, তোমাকে শাস্তি দিব না।” এটি কোন ধরনের বাক্য?


ক. সরল বাক্য

খ. জটিল বাক্য

গ. যৌগিক বাক্য 

ঘ. খণ্ড বাক্য


উত্তর: গ


০৫. কোনটি 'উপচয়' শব্দের সমার্থক নয়?


ক. নিচয়

খ. সৃষ্টি

গ. উন্নতি

ঘ. উত্থাপন


উত্তর: ঘ


ব্যাখ্যা: উপচয় অর্থ সংগ্রহ। 


০৬. কোন গ্রন্থের রচয়িতা যতীন্দ্রনাথ সেনগুপ্ত নয়?


ক. মরুশিখা

খ. মরুমায়া

গ. ত্রিযামা

ঘ. শঙ্খ


উত্তর: ঘ



০৭. 'শ্রাবণ' শব্দের উচ্চারণ


ক. শ্রাবোন

খ. স্রাবোন্

গ. শ্রাবোন্ 

ঘ. স্রাবন্


উত্তর: খ


০৮. "কিন্তু, মেয়ের বয়স যে পনেরো, তাই শুনিয়া মামার মন ভার হইল।” বাক্যটি কোন গল্প থেকে নেয়া হয়েছে?


ক. বিলাসী

খ. আমার পথ

গ.হৈমন্তী

ঘ. অপরিচিতা


উত্তর: ঘ


০৯. 'এই পৃথিবীতে এক স্থান আছে' কবিতায় জীবনানন্দ দাশ কোন দেশের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র এঁকেছেন?


ক. বাংলাদেশ

খ. ভূটান

গ. ভারত

ঘ. শ্রীলংকা


উত্তর: ক


১০. 'চল্লিশের কোঠা' অর্থ


ক. চল্লিশ বছর

খ. চল্লিশ একচল্লিশ বছর

গ. চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছর পর্যন্ত। 

ঘ. চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত।


উত্তর: গ


ব্যাখ্যা: বিলাসী গল্প থেকে।


১১. 'প্রদোষ' শব্দের 'প্র' উপসর্গ মূল শব্দের অর্থকে -


ক. সম্প্রসারিত করেছে 

খ. সংকোচিত করেছে

গ. স্থির রেখেছে

ঘ. পরিবর্তন করেছে 


উত্তর: ঘ


ব্যাখ্যা: দোষ অর্থ অন্যায় বা অপরাধ। 

প্রদোষ অর্থ সন্ধ্যা।


১২. "এ গানে মানুষে মানুষে সব ব্যবধান ঘুচে যাবে।” এখানে কোন গানের কথা বলা হয়েছে?


ক. মানবতার গান

খ. রাগপ্রধান গান

গ. দেশের গান

ঘ. সাম্যের গান 


উত্তর: ঘ



১৩. “তার দাম পাঁচশত ফ্রাঁর বেশি হবে না।” এখানে ফ্রাঁ বলতে কি বোঝানো হয়েছে?


ক. তুর্কির মুদ্রা

খ. সুইডেনের মুদ্রা

গ. জার্মানির মুদ্রা

ঘ. ফরাসির মুদ্রা


উত্তর: ঘ


১৪. কোনটি অশুদ্ধ রূপ নয়?


ক. সম্মানীয়

খ. সম্মাননীয়

গ. সম্মানিয়

ঘ. শম্মানীয়


উত্তর: ক


১৫. বাক্যে 'তুর্কি নাচন' কোন অর্থে ব্যবহৃত হয়?


ক. হুলুস্থুল অবস্থা

খ. জটপাকানো

গ. সাংঘাতিক ঘটনা 

ঘ. লুকোচুরি 


উত্তর: ক

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url