বিসিএস পরীক্ষা নিয়ে সকল খুঁটিনাটি প্রশ্নের উত্তর। BCS সম্পর্কে বিস্তারিত

 BCS খুটিনাটি তথ্য বিস্তারিত জেনে নিন। 


বিসিএস পরীক্ষা কী? এর ক্যাডার কয়টি ?  পরীক্ষার ধরন, পরীক্ষার সিলেবাস সহ সকল বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে আজকের এই লিখাই। 


বিসিএস ( বাংলাদেশ সরকারি কর্মকমিশন) কী ? 

উত্তর : BCS বা Bangladesh Civil Service  হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কতৃক রাষ্ট্রের কল্যাণে নিয়োগদান প্রক্রিয়া। 


বিসিএস পরীক্ষা কিভাবে হয়ে থাকে ? 

উত্তর : বিসিএস এর তিনস্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি

বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসে উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে সরকারী কর্ম কমিশন নিম্নোক্ত ৩ স্তর বিশিষ্ট নিয়োগ পরীক্ষা গ্রহণ করে থাকে


প্রথম স্তরঃ ২০০ নম্বরের MCQ Type Preliminary Test ।

দ্বিতীয় স্তরঃ প্রিলিমিনারি টেস্টে কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।

তৃতীয় স্তরঃ লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা।


প্রথম স্তরঃ ২০০ নম্বরের MCQ Type Preliminary Test

শূন্য পদের তুলনায় প্রার্থী সংখ্যা বিপুল হওয়ায় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই-এর জন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধি-৭ অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে। ৩৪তম বিসিএস পরীক্ষা পর্যন্ত ১০০ নম্বরে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হতো। বিসিএস পরীক্ষা বিধিমালা-২০১৪-এর বিধানমতে ৩৫তম বিসিএস পরীক্ষা হতে ২০০ নম্বরের ২ ঘণ্টা সময়ে ১০টি বিষয়ের উপর MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।


Preliminary Test Mark Table



২য় স্তরঃ  ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা (গড় পাস নম্বর ৫০%)


প্রিলিমিনারি টেস্ট-এ কমিশন কর্তৃক কৃতকার্য ঘোষিত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৬টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।


ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।

খ. কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।



ক. সাধারণ ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন


লিখিত পরীক্ষার মান বণ্টন


খ.  কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন


লিখিত পরীক্ষার মান বণ্টন


পদ সংশ্লিষ্ট (Job-related) বিষয়ের পরীক্ষা


যে সকল প্রার্থী সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের জন্য পছন্দক্রম দেবেন, তাদেরকে সাধারণ ক্যাডারের জন্য নির্ধারিত বিষয়ের ৯০০ নম্বরের অতিরিক্ত সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসংগিক বিষয়ের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়।


৩য় স্তরঃ  বিসিএস-এর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা (পাস নম্বর ৫০%)


বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ৫০%।


বিসিএস-পরীক্ষার সাক্ষাৎকার বোর্ড গঠন :

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ততা নির্ধারণের জন্য বিসিএস পরীক্ষা বিধিমালার বিধান অনুযায়ী কমিশন নিম্নোক্তভাবে মৌখিক পরীক্ষার বোর্ড গঠন করে থাকেঃ

  1.  কমিশনের চেয়ারম্যান/সদস্য (বোর্ড চেয়ারম্যান হিসেবে) 
  2. সরকার কর্তৃক মনোনীত যুগ্মসচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা (বোর্ড সদস্য হিসেবে)
  3. কমিশন কর্তৃক মনোনীত বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ (বোর্ড সদস্য হিসেবে)



বিসিএস পরীক্ষার সিলেবাস :

বিসিএস পরীক্ষা বা বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরীক্ষা তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। যথাক্রমে Preliminary, Written  এবং সর্বশেষ Viva পরীক্ষা। 

প্রিলিমিনারী বা MCQ টেস্ট হয়ে থাকে ২০০ নাম্বারের। 

Preliminary Syllabus দেখতে এখানে ক্লিক করুন



যারা প্রিলি পাশ করে পরবর্তী ধাপে উত্তীর্ণ হয় তারাই লিখিত পরীক্ষার জন্য উপযোগী হিসেবে বিবেচিত হয়। এতে লিখিত পরীক্ষা হয়ে থাকে নাম্বারের। 


Written Syllabus দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ ধাপ হচ্ছে Viva বা মৌখিক পরীক্ষা। 

ভাইভা পরীক্ষার পাশ মার্ক ৫০%। 


বর্তমান ক্যাডার সংখ্যা কয়টি এবং  কি কি ? 

বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য প্রণীত বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী বিসিএস-এর নিম্নোক্ত ২৬টি ক্যাডারে উপযুক্ত প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে কমিশন কর্তৃক ৩ স্তরবিশিষ্ট পরীক্ষা গ্রহণ করা হয়।


বিসিএস-এর ২৬টি ক্যাডারের নাম (ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে)


❝বাংলাদেশ গেজেটে ১৩ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত এস.আর.ও. নম্বর-৩৩৫-আইন/২০১৮ অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকোনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হয়েছে।❞


১.বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)  

২.বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি)

৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)

৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)

৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)

৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)

৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)

৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য)

৯.বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)

১০.বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)

১১.বাংলাদেশ সিভিল সার্ভিস (বন)

১২.বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা)

১৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য)

১৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)

১৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ)

১৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)         

১৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)

১৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল)

১৯.বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত)

২০.বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল)

২১.বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)

২২.বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ)

২৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান)

২৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)

২৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা)

২৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)



বিসিএস বা BCS ( Bangladesh Civil Service) এর প্রস্তুতি কিভাবে নিবেন জানতে এখানে ক্লিক করুন 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url