বাংলা পরীক্ষা প্রস্তুতি | ভর্তি পরীক্ষার বাংলা প্রস্তুতি

 


বাংলা প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বাংলা প্রস্তুতি মডেল টেস্ট এবং উত্তর। 



Q1. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

1. বঙ্গ লিপি


2. সংস্কৃত লিপি


3. ব্রাহ্মী লিপি


4. খরোষ্ঠী লিপি


Right Answer : 3


Explanation : বাংলা লিপির উদ্ভব হয়েছে প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে ।


প্রাচীন ভারতীয় লিপি দুটি ।

ব্রাক্ষী ও খরোষ্ঠী । ব্রাক্ষী লিপি তিন ভাগে বিভক্ত । পূর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি । পূর্বী লিপির কুটিল রুপ হতে বাংলা লিপির উদ্ভব ।



Q2. অপরিচিতা গল্প প্রথম প্রকাশিত হয়েছে কত বঙ্গাব্দে...

1. ১২৬৮


2. ১৩২১


3. ১৯১৪


4. ১৯২১


Right Answer : 2


Explanation : ১৩২১ বঙ্গাব্দে

১৯১৪ খ্রিস্টাব্দে

পত্রিকা : সবুজপত্র ( প্রমথ চৌধুরী সম্পাদিত)

Q3. চুলের সমার্থক শব্দ কোনটি ?

1. করবী


2. আভরণ


3. অলক


4. করী


Right Answer : 3


Explanation : করবী এর সমার্থক শব্দ ফুল

করী এর সমার্থক শব্দ হাতি

আভরণ এর সমার্থক শব্দ অলঙ্কার


Q4. "সবুজপত্র" কি ধরনের পত্রিকা

1. দৈনিক


2. সাপ্তাহিক


3. মাসিক


4. পাক্ষিক


Right Answer : 3


Explanation : সবুজপত্র হচ্ছে একটি মাসিক পত্রিকা।

এসব খুটিনাটি জেনে রাখতে হবে।

পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি খুবই ভালো করে পড়ে নিতে হবে।


Q5. Attested শব্দের বাংলা পরিভাষা কি?

1. প্রত্যায়িত


2. সত্যায়িত


3. প্রত্যয়িত


4. সত্যয়িত


Right Answer : 2


Explanation : বাংলা একাডেমির অভিধানে Attested শব্দটি সত্যায়িত হিসেবে উল্লেখ্য করা আছে৷

Q6. অপরিচিতা গল্প কোন পুরুষের জবানিতে লিখা....

1. উত্তম


2. মধ্যম


3. নাম


4. কোনটিই নয়


Right Answer : 1


Explanation : পাঠ পরিচিতি থেকে নেওয়া


Q7. রসনচৌকি কতটি বাদ্যযন্ত্রের সমন্বয়ে হয়ে থাকে?

1. ১


2. ২


3. ৩


4. ৪


Right Answer : 3


Explanation : শানাই, ঢোল ও কাসিঁ তিনটি বাদ্যযন্ত্রের সমন্বয়ে।

শব্দার্থ থেকে নেওয়া


Q8. অপরিচিতা গল্পে কার রুচি এবং দক্ষতার প্রশংসা করা হয়েছে?

1. হরিশের


2. বিনুদাদার


3. মামার


4. কল্যাণীর


Right Answer : 2


Explanation : বিনুদাদা মেয়ে দেখতে যাবে, তখন এই কথা বলেছিল।

তখন বিনুদাদার রুচি এবং দক্ষতার কথা বলা হয়েছে।


Q9. ❝না,আমরা গাড়ি ছাড়িব না❞,কল্যাণী কথাটি কোন ভাষায় বলেছিল...

1. বাংলা


2. হিন্দি


3. উর্দু


4. ইংরেজি


Right Answer : 2


Explanation : ইংরেজি ভাষায় বলেছিল : ❝এই গাড়ি আগে থেকেই রিজার্ভ, এ কথা মিথ্যা ❞

মনে রাখার কৌশল : এখানে রিজার্ভ শব্দটি ইংরেজি সেটা মনে রাখলেই হবে।


Q10. নিচের কোনটি ভিন্ন ?

1. গোরা


2. অচলায়তন


3. যোগাযোগ


4. চোখের বালি


Right Answer : 2


Explanation : অচলায়তন হচ্ছে একটি নাটক।

বাকি ৩টি উপন্যাস।


Q11. "Build Castle in the air"- বাংলা অনুবাদ কোনটি ?

1. আগুনে ঘৃতাহুতি দেওয়া


2. আকাশ কুসুম রচনা করা


3. আতুরে নিয়ম নাস্তি


4. অধিক সন্নাসীতে গাজঁন নষ্ট


Right Answer : 2


Q12. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে...

1. সংস্কৃত থেকে


2. মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে


3. শৌরসেনী থেকে


4. মাগধী প্রাকৃত থেকে


Right Answer : 4


Q13. নূপুরের ধ্বনি—

1. মর্মর


2. শিঞ্জন


3. ঝঞ্জণ


4. নিক্বণ


Right Answer : 4


Explanation : আরও মনে রাখবেন।

অলংকারের ধ্বনি শিঞ্জন।

Q14. ❝মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস❞ এখানে "তার" বলতে কার কথা বলা হয়েছে?

1. শম্ভুনাথ


2. হরিশ


3. অনুপমের মা


4. কল্যাণী


Right Answer : 3


Explanation : ট্রেনে কল্যাণীর সাথে আলাপ হওয়ার আগে।


Q15. বাংলা ভাষার কোন রীতি নাট্য সংলাপের জন্য উপযোগী নয়?

1. সাধুরীতি


2. চলিতরীতি


3. উভয়রীতি


4. কোনটিই নয়


Right Answer : 1


Q16. অনুপমের মামা অনুপম অপেক্ষা কত বছর বড় ?

1. ৪


2. ৫


3. ৬


4. ৮


Right Answer : 3


Explanation : বছর ছয়েক বড়।


Q17. আসর জমাতে অদ্বিতীয় কে?

1. হরিশ


2. অনুপমের মা


3. কল্যাণী


4. শম্ভুনাথ


Right Answer : 1


Q18. "অকূল পাথার" বাগধারার অর্থ কোনটি?

1. কঠিন পরীক্ষা


2. ভীষণ বিপদ


3. বিস্তর ব্যবধান


4. নির্বুদ্ধিতার দন্ড


Right Answer : 2


Q19. সওগাদ অর্থ

1. ভেট


2. প্রহার


3. তিরস্কার


4. তুচ্ছ


Right Answer : 1


Explanation : সওগাদ অর্থ উপঢৌকন বা ভেট

( শব্দের অর্থে দেওয়া আছে)


Q20. রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ গল্প কোনটি?

1. ভিখারিনী


2. মুসলমানীর গল্প


3. গল্পসল্প


4. কৃষাণের ছেলে


Right Answer : 2


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url