পত্রিকার পাতা থেকে আজকের সাধারণ জ্ঞান | পর্ব - ৪

 পত্রিকার পাতা থেকে আজকের সাধারণ জ্ঞান  | পর্ব - ৪

পত্রিকার পাতা থেকে আজকের সাধারণ জ্ঞান  | পর্ব - ৪


১.ইআরকিউ কী?

-রপ্তানিকারকদের প্রত্যাবাসন কোটা 


২.যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ব্যাংক ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত 

-স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে


৩.বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর 

-আব্দুর রউফ তালুকদার


৪.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে বিচারপতিদের পদের মেয়াদ ৬৭ বছর

-৯৬ অনুচ্ছেদ অনুসারে


৫.দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে আজ মঙ্গলবার শপথ নেবেন

-বিচারপতি ওবায়দুল হাসান 


৬.প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান কে?
-রাষ্ট্রপতি 

৭.ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) জনসাধারণের উন্মুক্ত করে দেওয়া হয়
-৩ সেপ্টেম্বর 

৮.১৯৮০ সালের এপ্রিলে প্রথম ঘোষণা হয় স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তানের। 
শুরু হয় উগ্রপন্থীদের দাপাদাপি। ১৯৮৪ সালে শুরু হয় ‘অপারেশন ব্লু-স্টার’। 
 
৯.বাব্বর খালসা ইন্টারন্যাশনাল কী?
-শিখ সন্ত্রাসবাদী সংগঠন

১০.টরন্টো কোন দেশের শহর?
-কানাডার প্রধান নগরী

১১.জি-৭ এর দেশ 
-যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য, কানাডা, ইতালি এবং জাপান

১২.গার্ডিয়ান কোন দেশের সংবাদপত্র
-ব্রিটেনের একটি জাতীয় দৈনিক পত্রিকা

১৩.আকু হচ্ছে একটি আন্ত–আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। এর মাধ্যমে আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি হয়।

১৪.আকুর সদস্যদেশগুলো হলো
- বাংলাদেশ, ভুটান, ইরান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url