৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
৪৫তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান
১। ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
(ক) ধ্বনি দৃশ্যমান
(খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
(গ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
(ঘ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি
১৮৮। একটি ট্রেন ১/৫ সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে?
(ক) ১০০ ফুট
(খ) ১১০ ফুট
(গ) ৩০০ ফুট
(ঘ) কোনোটিই নয়
১৮৯। যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়—
(ক) অতিশয় প্রতিভাশালী
(খ) প্রতিভাশালী
(গ) সাধারণ
(ঘ) মানসিক প্রতিবন্ধী
১৯০। RESENT, RESERVE -এই শব্দগুলো কী?
(ক) একই অর্থে
(খ) বিপরীত ধর্মী অর্থ
(গ) না এক না ভিন্ন অর্থ
(ঘ) কোনোটিই নয়
১৯১। ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ?
(ক) নৈতিক
(খ) অর্থনৈতিক
(গ) রাজনৈতিক
(ঘ) সামাজিক
১৯২। সুশাসনের পূর্বশর্ত কী?
(ক) নিরপেক্ষ আইন ব্যবস্থা
(খ) নিরপেক্ষ বিচার ব্যবস্থা
(গ) প্রশাসনের নিরপেক্ষতা
(ঘ) মত প্রকাশের স্বাধীনতা
১৯৩। ‘Utilitarianism’ গ্রন্থের লেখক কে?
(ক) জন স্টুয়ার্ট মিল
(খ) ইমানুয়েল কান্ট
(গ) বার্ট্রান্ড রাসেল
(ঘ) জেরেমি বেন্থাম
১৯৪। সুশাসন প্রত্যয়টির উদ্ভাবক কে?
(ক) ইউরোপীয় ইউনিয়ন
(খ) আই.এল.ও
(গ) বিশ্বব্যাংক
(ঘ) জাতিসংঘ
১৯৫। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
(ক) সামাজিক দিক
(খ) অর্থনৈতিক দিক
(গ) মূল্যবোধের দিক
(ঘ) গণতান্ত্রিক দিক
১৯৬। ‘জ্ঞান হয় পুণ্য’—এই উক্তিটি কার?
(ক) খেলিস
(খ) সক্রেটিস
(গ) এ্যারিস্টটল
(ঘ) প্লেটো
১৯৭। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে?
(ক) শুদ্ধাচার
(খ) মূল্যবোধ
(গ) মানবিকতা
(ঘ) সফলতা
১৯৮। মূল্যবোধের উৎস কোনটি?
(ক) ধর্ম
(খ) সমাজ
(গ) নৈতিক চেতনা
(ঘ) রাষ্ট্র
১৯৯। “শর্তহীন আদেশ” ধারণাটির প্রবর্তক কে?
(ক) অ্যারিস্টটল
(খ) বার্ট্রান্ড রাসেল
(গ) হার্বার্ট স্পেন্সার
(ঘ) ইমানুয়েল কান্ট
২০০। সুশাসনের মূলভিত্তি—
(ক) গণতন্ত্র
(খ) আমলাতন্ত্র
(গ) আইনের শাসন
(ঘ) মূল্যবোধ
FacebookMessengerEmail