পত্রিকার পাতা থেকে আজকের সাধারণ জ্ঞান | পর্ব - ২

Daily GK Update by Mcqsir.com is available in everyday. Todays GK update,Recent Gk,Newspaper GK Update,General Knowledge

পত্রিকার পাতা থেকে আজকের সাধারণ জ্ঞান  | পর্ব - ২

আজকের সাধারণ জ্ঞান

Recent GK Update Part 2,Todays GK Update.


১.হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ কী ?

-একটি নদী রক্ষায় পরিবেশবাদী সংগঠন

২. কর্ণফুলী নদীর জন্মস্থান 

-ভারতের মিজোরামের লুসাই পাহাড়

৩.বাংলাদেশে গণতন্ত্র: ১৯৯১ থেকে ২০০৬ বই লিখেছেন

-মওদুদ আহমদ

৪. পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয়?

-১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি

৫.অস্থায়ী সরকারের কাজের বৈধতা দেওয়া হয় 

-একাদশ সংশোধনীতে 

৬.কেয়ারটেকার সরকার কি ?

-কেয়ারটেকার সরকার  বা তত্ত্বাবধায়ক সরকার হল এমন একটি অস্থায়ী অ্যাডহক (বিশেষ ও পূর্বপরিকল্পনাবিহীন) সরকার যা একটি নিয়মিত সরকার নির্বাচিত বা গঠিত না হওয়া পর্যন্ত একটি দেশের কিছু সরকারি দায়িত্ব ও কার্য সম্পাদন করে।

৭. দ্বাদশ সংশোধনীতে সংবিধানের ৪৮ অনুচ্ছেদ সংশোধন করে বলা হয়, রাষ্ট্রপতি স্বাধীনভাবে দুটি কাজ করতে পারবেন। 

-একটি হলো প্রধানমন্ত্রী নিয়োগ; 

-আরেকটি হলো প্রধান বিচারপতি নিয়োগ

৮. ৭০ অনুচ্ছেদ এতে বলা হয়েছিল, নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে দুটি কারণে সংসদ সদস্য পদ হারাবেন। কারণ দুটি হলো—

(১) যদি দল থেকে পদত্যাগ করেন অথবা

 (২) যদি সংসদে দলের বিপক্ষে ভোট দেন

৯.চতুর্থ সংশোধনীতে ৭০ অনুচ্ছেদে একটি ব্যাখ্যা যুক্ত করে বলা হয়েছিল, যদি কোনো সংসদ সদস্য, যে দল তাঁকে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছে, সেই দলের নির্দেশ অমান্য করে—

(১) সংসদে উপস্থিত থেকে ভোটদানে বিরত থাকেন অথবা (২) সংসদের কোনো বৈঠকে অনুপস্থিত থাকেন, তাহলে তিনি দলের বিপক্ষে ভোট দিয়েছেন বলে গণ্য হবে।

১০. দেশে স্বীকৃত আন্তর্জাতিক নদী

- মাত্র ৫৭টি। এর মধ্যে ভারত থেকে বাংলাদেশে এসেছে ৫৩টি এবং বাংলাদেশ থেকে ভারতে গেছে মাত্র ১টি

১১.বিশ্ব নদী দিবস

- সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার

১২.‘বন্ধু ও নিরপেক্ষ’ দেশের তালিকা থেকে পাঁচটি দেশ ও অঞ্চলকে রাশিয়া বাদ দিয়েছে। 

-এসব হলো আর্জেন্টিনা, হংকং, ইসরায়েল, মেক্সিকো ও মলদোভা।

১৩. ইউক্রেনের প্রেসিডেন্ট 

-ভলোদিমির জেলেনস্কি

১৪.ইউক্রেনকে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

-এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) 

১৫.জাস্টিন ট্রুডোকে বহনকারী উড়োজাহাজে 

-কানফোর্সওয়ান নামে পরিচিত

১৬.ওসিএইচএ কি?

-জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় দপ্তর



Written by
Abu Taher
Founder of Mcqsir.com
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url