অনার্স ২য় বর্ষ ফাইনাল সাজেশন্স ২০২৩ | ভারতীয় মুসলমানদের ইতিহাস ( ১৫২৬ থেকে ১৮৫৮)

অনার্স ২য় বর্ষ ফাইনাল সাজেশন্স ২০২৩ | ভারতীয় মুসলমানদের ইতিহাস ( ১৫২৬ থেকে ১৮৫৮)




ক বিভাগ

বাবরনামা' কে রচনা করেন?
উত্তর : ‘বাবরনামা' সম্রাট বাবর রচনা করেন।

হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম কি?
উত্তর : হুমায়ুনের জীবনী গ্রন্থের নাম ‘হুমায়ুননামা'।

চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর : চৌসার যুদ্ধ ১৫৩৯ সালের ২৩ জুন সংঘটিত হয়।

কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর : কবুলিয়ত ও পাট্টা প্রথা শের শাহ প্রবর্তন করেন।

আবুল ফজল কে ছিলেন?
উত্তর : আবুল ফজল সম্রাট আকবরের সভাকবি ছিলেন।

আকবরনামা গ্রন্থের লেখকের নাম কি?
উত্তর : আকবরনামা গ্রন্থের লেখকের নাম আবুল ফজল।

তাজমহলের নির্মাতা কোন সম্রাট?
উত্তর: তাজমহলের নির্মাতা সম্রাট শাহজাহান।

ফিরিঙ্গি কাদের বলা হতো?
উত্তর : পর্তুগিজ জলদস্যুদেরকে ফিরিঙ্গি বলা হতো।

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল সম্রাটের নিকট থেকে দেওয়ানি লাভ করে?
উত্তর : ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে দেওয়ানি লাভ করেন ।

দ্বৈতশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর : দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ ।

মির কাসিম কে ছিলেন?
উত্তর : মির কাসিম মীর জাফরের জামাতা ছিলেন।

শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উত্তর : শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ

রিয়াজ-উস-সালাতিন' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : গোলাম হোসেন সলিম ।

ভারতবর্ষে সর্বপ্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেন কে?
উত্তর : সম্রাট বাবর ।

লোদী বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
উত্তর : ইব্রাহিম লোদী ।

‘দ্বীন-ই-ইলাহীর’ অনুসারী ছিলেন কতজন? 
উত্তর : 'দ্বীন-ই-ইলাহীর' অনুসারী ছিলেন ১৮ জন।

তুযুক-ই-জাহাঙ্গীরি' গ্রন্থের লেখক বোনে
উত্তর: তুযুক-ই-জাহাঙ্গীরি' গ্রন্থের লেখক সম্রাট জাহাঙ্গীর।

'জিন্দাপীর' কাকে বলা হয়?
উত্তর : 'জিন্দাপীর' সম্রাট আওরঙ্গজেবকে বলা হয়।

কোলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে?
উত্তর : জব চার্নক।

কলিকাতা মাদরাসার প্রতিষ্ঠাতা কে?
উত্তর : কলিকাতা মাদরাসার প্রতিষ্ঠাতা ওয়ারেন হেস্টিংস।

ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন?
উত্তর : পর্তুগিজরা 

'রেগুলেটিং অ্যাক্ট' কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর : 'রেগুলেটিং অ্যাক্ট' ১৭৭৩ সালে প্রবর্তন করা হয়।

'রেহেলা' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : 'রেহেলা' গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।

লালবাগের কেলা কে নির্মাণ করেন?
উত্তর : লালবাগের কেলা নির্মাণ করেন শায়েস্তা খান।

সম্রাট বাবরের পূর্ণনাম কী?
উত্তর: সম্রাট বাবরের পূর্ণনাম হলো জহিরউদ্দীন মুহম্মদ বাবর।

'আইন-ই-আকবরী' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা আবুল

'মাহাম আনাগা' কে ছিলেন?
মাহাম আনাগা সম্রাট আকবরের দুধমাতা ছিলেন।

'গ্রান্ড ট্রাংক রোড কে নির্মাণ করেন?
উত্তর: “গ্রান্ড ট্যাংক রোড শেরশাহ নির্মাণ করেন।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়েছিল?
উত্তর : পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালের ৫ নভেম্বর সংঘটিত হয়। 

নূরজাহানের প্রকৃত নাম কী?
উত্তর : নূরজাহানের প্রকৃত নাম মেহের-উন-নিসা।

'দেওয়ান-ই-আম' কে নির্মাণ করেন?
'দেওয়ান-ই-আম' সম্রাট শাহজাহান নির্মাণ করেন।

'চাঁদ সুলতানা' কে ছিলেন?
চাঁদ সুলতানা সম্রাট আকবরের সময়ে
উত্তর

দাক্ষিণাত্যের নাবালক সুলতান বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা ছিলেন।

মারাঠা কারা?
উত্তর : মারাঠারা দাক্ষিণাত্যের একটি শক্তিশালী জাতি এবং মুঘল বিরোধী শক্তি।

লর্ড ক্লাইভ কে ছিলেন?
উত্তর : লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন।

ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন কে?
উত্তর : ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন লর্ড ডালহৌসী।

ঝাঁসির রাণীর প্রকৃত নাম কী?
উত্তর : ঝাঁসির রাণীর প্রকৃত নাম লক্ষ্মীবাঈ

বাবুর' শব্দের অর্থ কী?
উত্তর : বাবুর শব্দের অর্থ হলো সিংহ।

গুলবদন বেগম কে ছিলেন?
উত্তর : মুঘল সম্রাট বাবরের কন্যা এবং সম্রাট হুমায়ুনের বোন ছিলেন।

কনৌজের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৫৪০ সালে।

মনসব' শব্দের অর্থ কী?
উত্তর : পদমর্যাদা।

সম্রাট আকবর কত সালে বাংলা জয় করেন?
উত্তর : ১৫৭৬ সালে।

'তুযুক-ই-জাহাঙ্গীরী' কী?
উত্তর : “সম্রাট জাহাঙ্গীরের" জীবনী গ্রন্থ ।

ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন?
উত্তর : সম্রাট শাহজাহান।

'জিন্দাপীর' বলা হয় কাকে?
উত্তর : সম্রাট আওরঙ্গজেবকে।

ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন? 
উত্তর : ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আসেন।

কলকাতা নগরীর গোড়াপত্তন করেন কে?
উত্তর : কলকাতা নগরীর গোড়াপত্তন করেন জব চার্নক। 

ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? 
উত্তর : লর্ড ওয়েলেসলী।

ভারতে ‘সতীদাহ প্রথা' রহিত করেন কে?
উত্তর : লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।

পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?
উত্তর : পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ইব্রাহিম লোদী ছিলেন। 

কত বছর বয়সে হুমায়ূন সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : ২৩ বছর বয়সে হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন ।

কোন শাসক কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন?
উত্তর : শেরশাহ কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন।

কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন?
উত্তর : মুঘল সম্রাট আকবর জিজিয়া কর রহিত করেন।

আকবরের ধর্মনীতির মূলকথা কী ছিল?
উত্তর : আকবরের ধর্মনীতির মূলকথা ছিল নিরামিষ ভোজন, দান-ধর্ম পালন, পরস্পরকে আলাহ আকবর সম্বোধন দ্বারা সম্ভাষণ করা।

ফতেহপুর সিক্রি শহরটি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ফতেহপুর সিক্রি শহরটি সম্রাট আকবর প্রতিষ্ঠা করেন।

জাহাঙ্গীরের দস্তুর-উল-আমল এ কয়টি আইন ছিল?
উত্তর : জাহাঙ্গীরের দস্তর উল-আমল এ ১২টি আইন ছিল।

সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?
উত্তর : সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম আর্জুমান্দ বানু বেগম । 

শিবাজী কাদের নেতা ছিলেন?
উত্তর : শিবাজী মারাঠাদের নেতা ছিলেন।

কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালে।

কে দ্বৈতশাসন প্রবর্তন করেন?
উত্তর : লর্ড ক্লাইভ ।

সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 
উত্তর : সিপাহিবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ছিলেন।

মুঘল শাসন প্রতিষ্ঠা হয় কত সালে?
উত্তর : মুঘল শাসন প্রতিষ্ঠা হয় ১৫২৬ সালে ।

ভারতবর্ষে যুদ্ধক্ষেত্রে সর্বপ্রথম কামানের ব্যবহার করেন কে?
উত্তর সম্রাট বাবর ।

গুলবদন বেগম কে ছিলেন?
উত্তর : সম্রাট বাবরের কন্যা ও হুমায়ুননামার লেখক ।

শের শাহ কত বছর সিংহাসনে ছিলেন?
উত্তর :  পাঁচ বছর।

দ্বীন-ইন-ইলাহী'র অনুসারী ছিলেন কতজন?
'দ্বীন-ই-ইলাহীর অনুসারী ছিলেন ১৮ জন।

সম্রাট আকবর কত সালে বাংলা বিজয় করেন?
উত্তর : সম্রাট আকবর ১৫৭৬ সালে বাংলা বিজয় করেন।

‘তুযুক-ই-জাহাঙ্গীরি' কী?
উত্তর : "সম্রাট জাহাঙ্গীরের” জীবনী গ্রন্থ।

'তাজমহল' ও 'মতি মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর : মুঘল সম্রাট শাহজাহান।

জিন্দাপীর' কাকে বলা হয়?
উত্তর : 'জিন্দাপীর' সম্রাট আওরঙ্গজেবকে বলা হয় ।

ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসেন?
উত্তর : ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আসেন।

‘রেগুলেটিং এ্যাক্ট' কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর : রেগুলেটিং অ্যাক্ট' ১৭৭৩ সালে প্রবর্তন করা হয়।

কলকাতা মাদরাসার প্রতিষ্ঠাতা কে?
উত্তর : কলকাতা মাদরাসার প্রতিষ্ঠাতা হেস্টিংস।

ওমর শেখ মীর্জা কে ছিলেন?
উত্তর : মুঘল সম্রাট বাবরের পিতা

খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?
উত্তর : খানুয়ার যুদ্ধে সম্রাট বাবরের প্রতিপক্ষ ছিলেন রাজপুত রানা সংগ্রাম সিংহ।

কোন শাসক সম্রাট হুমায়ূনকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন?
উত্তর : প্রথমে অমরকোটের রাজপুত রাজা রানা বীরশালের কাছে আশ্রয় গ্রহণ করেন। পরবর্তীতে পারস্যের শাহ তাহমাসপ এর সভায় আশ্রয় পান।

শের শাহের প্রকৃত নাম কী?
উত্তর : শেরশাহের প্রকৃত নাম ফরিদ।

মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট আকবর।

সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম কী?
উত্তর : নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নিসা।

স্যার টমাস রো কে ছিলেন?
উত্তর : ১৬১৫ সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগত ইল্যান্ডের রাজা ১ম জেমসের দূত।

রাজা টোডরমল কে ছিলেন?
উত্তর : রাজা টোডরমল সম্রাট আকবরের রাজস্ব বিভাগের সচিব ছিলেন।

পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 
উত্তর : পানিপথের তৃতীয় যুদ্ধ ১৭৬১ সালে সংঘটিত হয়।

চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর : ১৭৯৩ সালে ।

কে ‘অধীনতামূলক মিত্রতা' নীতি চালু করেন? 
উত্তর : লর্ড ওয়েলেসলী 

পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন?
উত্তর: ইব্রাহীম লোদী।

'বাবরনামা' কে রচনা করেন?
উত্তর : বাবরনামা গ্রন্থের রচয়িতা সম্রাট বাবর।

পাট্টা কী? :
উত্তর : পাট্টা হলো শেরশাহের রাজত্বকালে কৃষক কর্তৃক গৃহীত জমির স্বত্ব স্বীকৃত দলিল ।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ খ্রিষ্টাব্দের ৫ নভেম্বর হয়।

মাহাম আনাগা কে ছিলেন?
উত্তর : মাহাম আনাগা সম্রাট আকবরের দুধমাতা ছিলেন।

দেওয়ান-ই-আম কে নির্মাণ করেন?
উত্তর : মুঘল সম্রাট শাহজাহান।

'জিন্দাপীর' কাকে বলা হয়?
উত্তর : সম্রাট আওরঙ্গজেবকে 'জিন্দাপীর' বলা হয়।

ফিরিঙ্গি কাদের বলা হতো?
উত্তর : পর্তুগিজ জলদস্যুদেরকে ফিরিঙ্গি বলা হতো।

সিরাজউদ্দৌলার আসল নাম কী?
উত্তর : মীর্জা মুহম্মদ ।

কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর : ১৬০০ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়।

দ্বৈত শাসনব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর : রবার্ট ক্লাইভ ।

কর্নওয়ালিস কোড কী?
উত্তর : কর্ণওয়ালিস কোড হলো লর্ড কর্ণওয়ালিশের শাসনতন্ত্রের মূলনীতি।

বাবরনামা' গ্রন্থের লেখক কে?
উত্তর : বাবরনামা বা তুজুক-ই-বাবরী সম্রাট বাবর কর্তৃক রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ ।

কোন শাসক সম্রাট হুমায়ুনকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন?
উত্তর : প্রথমে অমরকোটের রাজপুত রাজা রানা বীরশালের কাছে আশ্রয় গ্রহণ করেন। পরবর্তীতে পারস্যের শাহ তাহমাসপ-এর সভায় আশ্রয় পান ।

শের শাহের প্রকৃত নাম কী?
উত্তর : শের শাহের প্রকৃত নাম ফরিদ ।

সরকার কী?
উত্তর : শের শাহের আমলে কতকগুলো পরগনার সমষ্টিকে সরকার বলা হতো।

কোন মুঘল সম্রাট ঢাকায় রাজধানী স্থাপন করেন?
উত্তর: মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকায় রাজধানী স্থাপন করেন।

সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম কী?
উত্তর : নূরজাহানের প্রকৃত নাম মেহেরুন্নিসা।

স্যার টমাস রো' কে ছিলেন?
উত্তর : ১৬১৫ সালে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আগত ইল্যান্ডের রাজা ১ম জেমসের দূত। 

ইউরোপীয় বণিকদের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে?
উত্তর : ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আসেন। 
মারাঠা কারা?
উত্তর: মারাঠারা দাক্ষিণাত্যের একটি শক্তিশালী জাতি এবং মুঘল বিরোধী শক্তি।

কে 'অধীনতামূলক মিত্রতা' নীতি চালু করেন?
উত্তর : লর্ড ওয়েলেসলী 'অধীনতামূলক মিত্রতা' নীতি চালু করেন।

কোন মুঘল সম্রাট সিপাহী বিপবের নেতা ছিলেন?
উত্তর : মুঘল সম্রাট সিপাহী বিপবের নেতা ছিলেন।
দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ।

এককেন্দ্রীক সরকার পদ্ধতির বিপরীত পদ্ধতি কোনটি?
উত্তর : এককেন্দ্রীক সরকার পদ্ধতির বিপরীত পদ্ধতি হলো যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি।

খ বিভাগ


Loading.............................................................................................

গ বিভাগ


Loading.............................................................................................

পিডিএফ ডাউনলোড করতে  এখানে 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url