যুুক্তিবিদ্যা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন এবং উত্তর | Logic 1st Paper CQ Exercise
যুুক্তিবিদ্যা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন এবং উত্তর | Logic 1st Paper CQ Exercise
প্রথম অধ্যায় সৃজনশীল :
1.কলেজে বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে কাকলী ম্যাডাম শিক্ষার্থীদেরকে গানের অনুশীলন করান। তিনি শিক্ষার্থীদেরকে গানের তাল, লয়, সা-রে-গা-মা ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেন। শিক্ষার্থীরা ম্যাডামকে
অনুসরণ করে বিশেষ বিশেষ কিছু গান আত্মস্থ করে। শাহীনুর ম্যাডামের সঞ্চালনায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। এতে শিক্ষার্থীরা কাকলী ম্যাডামের পূর্বের অনুশীলনের ওপর ভিত্তি করে কিছু সুন্দর গান
পরিবেশন করে। এতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সার্থক হয়।
ক. যুক্তিবিদ্যার জনক কে?
খ. ‘যুক্তিবিদ্যা মনকে কুসংস্কারমুক্ত করে’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে শিক্ষার্থীদের গান শেখার বিষয়টির মাধ্যমে পাঠ্যবইয়ের
কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অংশের মাধ্যমেই যুক্তিবিদ্যার স্বরূপ
নির্ণয় সম্ভব’ বিশ্লেষণ কর।
2.দৃশ্যকল্প-১ : রাকিব কৃষিবিদ্যার ছাত্র হিসেবে প্রচুর পড়াশুনা করত। ফলে কৃষি সম্পর্কিত যেকোনো বিষয় সম্পর্কে তার ধারণা যথাযথ।
দৃশ্যকল্প-২ : পড়াশুনা শেষে রাকিব তার গ্রামের বাড়িতে একটি কৃষি খামার করেছে। সেখানে বিভিন্ন ধরনের গাছে তিনি সঠিকভাবে সার, কীটনাশক প্রয়োগ করেন। ফলে খামারে ফলনও বেশি। তাছাড়া তিনি গ্রামের মানুষকে কৃষিবিষয়ক বিভিন্ন বিষয় হাতেকলমে শিক্ষা দিয়ে থাকেন।
ক. Logos শব্দের অর্থ কী?
খ. যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন?
গ. দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এ যুক্তিবিদ্যার সামগ্রিক দিকটি ফুটে উঠেছে বলে তুমি
কি মনে কর? মতামত দাও।
.png)