বাংলা ১ম পত্র MCQ সমাধান (চট্টগ্রাম বোর্ড) | এইচএসসি পরীক্ষা ২০২২

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের MCQ এর সঠিক সমাধান দেওয়া হল।


চট্টগ্রাম বোর্ড :

পরীক্ষা ২০২২

সেট গ


 ১.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয় 


(ক) ২০২১ সালে

(খ) ২০২২ সালে

(গ) ২০১৯ সালে

(ঘ) ২০২০ সালে


◼️ নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও :


ফকির মুন্সীর স্ত্রী মরিয়ম সহজ-সরল মেয়ে। 

স্বামীর প্রতি তার অগাধ অটল বিশ্বাস। তার বিবেচনায় কবির মুন্সী একজন কামেল ও পরহেজগার লোক। অথচ গ্রামের অশিক্ষিত সহজ-সরল মানুষের খোদাভীতিকে কাজে লাগিয়ে ফকির মুন্সী নানা ফতোয়া জারি করে সাধারণ মানুষকে ঠকায়।


২.'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে উদ্দীপকের মরিয়মের সাদৃশ্য রয়েছে?


(ক) জমিলা  

(খ) আমেনা 

(গ) রহিমা

(ঘ) হাসুনির মা




৩। উদ্দীপকের ফকির ও 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়েরই ব্যবসার উৎস হল —


i. প্রতারণা

ii.মানুষের সরলতা

iii. ধর্মভীতি


নিচের কোনটি সঠিক?


(ক) i ও ii

(খ) i & iii

(খ) ii & iii

(ঘ) i, ii ও iii


৪।'আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।'

ক্লাইভের এই উক্তিতে প্রকাশ পেয়েছে—


i.মিরজাফরের প্রতি অনাস্থা

ii.নবাবের শাসনের প্রতি বশ্যতা

iii. নবাবের দেশপ্রেম চেতনায় শ্রদ্ধা


নিচের কোনটি সঠিক?


(ক) i & ii

(খ) i & iii

(গ) ii & iii

(ঘ) i, ii & ill


৫।'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? 


(ক) ৬টি

(খ) ৭টি

(গ) ৮টি

(ঘ) ৯টি


৬.'বিদ্রোহী' কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে—


(ক) ২০১৯ সালে

(খ) ২০২০ সালে

(গ) ২০২১ সালে

(ঘ) ২০২২ সালে


৭. ভাষা সৈনিকদের শহিদ হওয়ার খবর বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন? 


(ক) সিপাহীদের মাধ্যমে 

(খ) প্রহরীদের সহায়তায়

(গ) রেডিও শুনে

(ঘ) বন্দিদের কাছ থেকে



৮.'মাসি-পিসি' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?


(ক) সমকাল

(খ) পূর্বাশা

(গ) সমাচার দর্পণ

(ঘ) ভারতী


৯। সুকান্ত ভট্টাচার্য তাঁর কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন—


(ক) সশস্ত্র সংগ্রামের পক্ষে

(খ) ধর্মের পক্ষে

(গ) বিপ্লব ও মুক্তির পক্ষে

(ঘ) উগ্রবাদিতার পক্ষে


১০.অপরিচিতা' গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কী ছিল?


(ক) লোকলজ্জা 

(খ) পিতৃ আদেশ

(গ) আত্মমর্যাদা

(ঘ) অপবাদ


১১. 'প্রতিদান' কবিতায় কে পথের বিবাগী হয়েছেন?


(ক) কবি স্বয়ং

(খ) কবির আপনজন

(গ) কবির পিতা

(ঘ) কবির প্রতিবেশী


১২। ‘ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই'— এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?


(ক) দুর্বলতা 

(খ) বদান্যতা 

(গ) বলিষ্ঠতা

(ঘ) হীনম্মন্যতা


১৩। 'আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল'—এই পক্তির মাধ্যমে বুঝানো হয়েছে — 


(ক) কবির কোনো পরোয়া নেই

(খ) কবি নির্ভার 

(গ) কবি নির্দ্বান্দ্বিক

(ঘ) কবি মুক্ত


১৪.'ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে'— উক্তিটিতে কী মনোভাব প্রকাশ পেয়েছে?


(ক) ক্ষোভ

(খ) নিন্দা

(গ) অভিমান

(ঘ) কটুকথা


১৫. এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ন হয়?


(ক) মানব অস্তিত্ব 

(খ) শুভবোধ 

(গ) অধিকারবোধ

(ঘ) মানব-মর্যাদা


১৬। 'রেইনকোট' গল্পে 'রেইনকোট' বহন করছে—


(ক) মুক্তিযুদ্ধের ইতিহাস

(খ) মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট

(গ) মুক্তিযুদ্ধের চেতনা

(ঘ) ভাষা আন্দোলনের ঘটনা


১৭."তাহারেই পড়ে মনে' কবিতায় 'নীরব কেন" বলতে বোঝায়


i.কবি উদাসীন হয়ে আছেন কেন?

ii. কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না?

iii. কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না? 


নিচের কোনটি সঠিক?


(ক) i & ii

(খ) i & iii

(গ) ii & iii

(ঘ) i, ii & iii


১৮। 'আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে'-উক্তিটি কার?


(ক) মোহনলালের   

(খ) মীরমদানের     

(গ) ক্লাইভের

(ঘ) সিরাউদ্দৌলার


১৯."কিন্তু দেশটা কেমন মরার দেশ'—বলার কারণ


 (ক) মানুষহীন বলে  

(খ) ধর্মহীন বলে

(গ) কর্মহীন বলে    

(ঘ) শাহীন বলে


২০। 'আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি বোঝাতে চেয়েছেন—


i. বাঙালির হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য

ii. বাঙালির সুদীর্ঘকালের শোষণ-বঞ্চনার ইতিকথা 

iii. অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা। 


নিচের কোনটি সঠিক?


(ক) i & ii

(খ) i & iii 

(গ) ii & iii

(ঘ) i,ii & iii


২১। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি 'সপে আত্মাকে শপথের কোলাহলে' বলতে বুঝিয়েছেন—


(ক) রক্তদানের পুণ্য 

(খ) কথা ও কাজের ঐক্য

(গ) আত্মত্যাগের মহিমা 

(ঘ) যৌবনের দুঃসাহসিকতা


উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :


তারাপুর গ্রামের মেয়ে রাবেয়া। শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে ফুফু সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের মাতকার নারীলোভী জয়নালের কুদৃষ্টি পড়ে রাবেয়ার উপর। কিন্তু সলিমা বেগম জননী সাহসিকা। তিনি তার মা পাখির মত আগলে রাখেন অনাথ ভাইকি রাবেয়াকে।


২২.সলিমা বেগম 'মাসি-পিসি' গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছেন?


(ক) মাসি-পিসি 

(খ) মাসি

(গ) পিসি

(ঘ) আহ্লাদী


২৩। উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের কোন দিকটির প্রতিফলন


(ক) নারীর সহনশীলতা

(খ) পুরুষের পালসা

(গ) পণপ্রথা

(ঘ) জীবন


২৪.'রে ১৯৬৯' কবিতায় 'আবার সালাম নামে রাজপথে কেন?


(ক) ভাষা সংগ্রামে যোগ দিতে 

(খ) গণজাগরণে যোগ দিতে

(গ) জাতিগত দালা প্রতিরোধ করতে

(খ) ঘাতকের আস্তানা প্রতিরোধ করতে


২৫। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন?


(ক) ধর্ম বিশ্বাস প্রবল হয় বলে

(খ) দেহতাত্ত্বিক আন অর্জন হয় বলে

(গ) মনে অপার্থিব ভাবনা আসে বলে

(ঘ) মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে


২৬. "আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে" চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে


(ক) গণ আন্দোলন

(খ) ভাষা আন্দোলন

(গ) স্বাধীনতা আন্দোলন 

(ঘ) স্বদেশি আন্দোলন


২৭."আমার পথ' প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে "পরাবলম্বনই" আমাদের করে তুলেছে—


i.নিষ্ক্রিয়

ii.বিলাসী

iii.দাস


নিচের কোনটি সঠিক?


(ক) i & ii

(খ) i & iii

(গ) ii & iii

(ঘ) i,ii & iii




◼️ নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:

 ইব্রাহিমের ঘর পুড়িয়ে দেয় অনায়। ইব্রাহিমও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। একদিন সুযোগ বুঝে সেও অজয়ের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।


২৮। উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে—


(ক) কবির

(খ) যে কবিকে পর করেছে

(গ) প্রকৃতির

(ঘ) কবির স্বজন


২৯। 'প্রতিদান' কবিতার প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের ইব্রাহিম একজন- 


i.অসৎ মানুষ

ii.অমানবিক মানুষ

iii. অসহিষ্ণু মানুষ


নিচের কোনটি সঠিক?

ক.i & ii  

খ.i & iii  

গ.ii & iii  

ঘ.i,ii & iii


৩০."তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যবহৃত 'উত্তরী' শব্দের অর্থ কি 


(ক) কুয়াশা    

(খ) উত্তর দিক

(গ) চাদর        

(ঘ) শীতের তীব্রতা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url