বাংলা ১ম পত্র MCQ সমাধান (ঢাকা বোর্ড) | এইচএসসি পরীক্ষা ২০২২

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 

ঢাকা বোর্ড বাংলা প্রথম পত্রের MCQ সমাধান দেওয়া হল।


০১. ভাজা ভাজা প্রাণে অসহ্য কী?


খ. মন্ত্রণা


ক. কল্পনা


গ. বন্দনা



উত্তর: ঘ



০২. 'ফেব্রুয়ারি-১৯৬৯' কবিতায় কার মুখকে 'তরুণ শ্যামল পূর্ব বাংলার' সঙ্গে তুলনা করা হয়েছে?


ক. সালাম


খ. রফিক


গ. বরকত


ঘ. আজাদ


উত্তর: ক



০৩. ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে?


ক. কাজী নজরুল ইসলাম 

খ. আবু জাফর ওবায়দুল্লাহ 

গ. জীবনানন্দ দাশ 

ঘ. সুফিয়া কামাল 


উত্তর: খ 


০৪. কোন পক্তিটি 'চিত্রকল্প' বা 'ইমেজ' - এর প্রকৃষ্ট উদাহরণ?


ক. তাহারেই পড়ে মনে, ভুলিতে পারিনা কোনো মতে খ. মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে

গ. কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। 

ঘ. আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া ঘরে থরে শহরের পথে


উত্তর: গ


০৫. 'সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরীর মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া, যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়েছে'- কে?


ক. বিলাসী


খ. আহ্লাদী


গ. জমিলা


ঘ. কল্যাণী



উত্তর: ঘ


০৬. 'অপরিচিতা' গল্পের শীর্ষ-মুহূর্ত (গ্রন্থিবন্ধন) কোনটি?


ক. শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ খ. ট্রেনে কল্যাণীর সাক্ষাৎলাভ মূহুর্ত

গ. সেকরা কর্তৃক গহনা পরীক্ষার মূহুর্ত

ঘ. গায়ে হলুদ মূহুর্ত


উত্তর: ক


→ উদ্দীপক: মরণরে তুহু মম শ্যাম সমান।


০৭. উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ চরিত্র কোনটি?


ক. মৃত্যুঞ্জয়

খ. বিলাসী

গ. ন্যাড়া

ঘ. ন্যাড়ার আত্মীয়া


উত্তর: খ


ব্যাখ্যা :

বিলাসী স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছে।


০৮. উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করার প্রকৃত কারণ কোনটি?


ক. ধর্ম


খ. সমাজ


গ. প্রেম




উত্তর: গ


০৯. 'আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম উক্তিটি কার?


ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


খ. শেখ হাসিনা


গ. শেখ কামাল


ঘ. শেখ ফজিলাতুন্নেছা মুজিব


উত্তর: ঘ



১০. 'মানব কল্যাণ' প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?


ক. মানবতা


গ. মাটির পৃথিবী


খ. রাঙাপ্রভাত


ঘ. চৌচির


উত্তর: ক




নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও: অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ-উজ্জ্বল পরমায়ু, সাহসবিস্তৃত বক্ষপট। এ দৈন্য মাঝারে, কবি, একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি।


১১. উদ্দীপকের আলোকে লালসালু উপন্যাসের প্রাণময় এবং সাহসী চরিত্র কোনটি?


ক. আক্কাস

খ. রহিমা

গ. জমিলা 

ঘ. তাহের-কাদেরের পিতা


উত্তর: গ



১২. উক্ত চরিত্র সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য হলো 


i. নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণধর্মের জাগরণ

ii. শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ ও মুক্ত জীবনাঙ্ক্ষার দ্বন্দ্ব 

iii. ধর্ম ব্যবসায়ী মজিদের অস্তিত্ব সংকট ও সংকটের একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টি


নিচের কোনটি সঠিক?


ক. i & ii

খ.i & iii

গ.ii & iii

ঘ. i, ii ও iii



উত্তর: খ



১৩. সিরাজের কোন অমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন?


ক. জগৎ শেঠ

খ.মির

গ. উমিচাঁদ

ঘ. রাজা রাজবল্লভ


উত্তর: ক


১৪. কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয় -


i. শাসকরা যখন শোষক হয়।

ii. স্বৈরাচার যখন জেঁকে বসে

iii. আমলাতন্ত্রের দৌরাত্ম্য যখন বেড়ে যায়


নিচের কোনটি সঠিক?


ক.i & ii

খ.i & iii

গ. ii & iii

ঘ. i, ii ও iii


উত্তর: ক



১৫. 'রেইনকোট' গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে -


খ. পাক বাহিনীর অত্যাচার

ক. মুক্তিযুদ্ধ ও সংগ্রাম

গ. উষ্ণতা, সাহস ও দেশপ্রেম

ঘ. মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ




উত্তর: গ


১৬. তোমার দাড়ি কই মিঞা? কার প্রসঙ্গে বলা হয়েছে?


ক. মজিদ

খ. আক্কাস

গ. মোদাব্বের মিঞা

ঘ. ধলামিঞা 




উত্তর: খ


১৭. ১৯৭২ সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়?


ক. প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান

ঘ. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


উত্তর: ঘ


১৮. তোমার পঠিত কোন কবিতাটি সংলাপনির্ভর?


ক. সুচেতনা

খ. তাহারেই পড়ে মনে

গ. বিদ্রোহী

ঘ. প্রতিদান

উত্তর: খ


নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও


দাও যা রুপিবে তাই পবে, সংসার যে কর্মভূমি। 





১৯. উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সংগতিপূর্ণ পক্তি কোনটি?


ক. একখানি ছোট খেত, আমি একেলা

খ. এখন আমারে লহো করুণা করে।।

গ. আমারি সোনার ধানে গিয়েছে ভরি।

ঘ. যত চাও তত লও তরণী-পরে।


উত্তর: গ


২০. উক্ত সংগতির বিপরীতে 'সোনার তরী' কবিতার অন্তর্নিহিত দর্শনটি হলো


i. পৃথিবীতে ভালো কাজের জন্য ফল পাওয়া যায় 

ii. মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে মানুষকে নয়

iii. মানুষ নশ্বর তার কর্ম অবিনশ্বর


 নিচের কোনটি সঠিক?


ক. i & ii

খ. i & iii

গ. ii & iii

ঘ. i, ii & iii



উত্তর: ঘ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url