ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ?
প্রশ্ন : ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ?
A.ভেনিস
B.লিঁও
C.রোম
D.লন্ডন
ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইংরেজি: International Criminal Police Organization – INTERPOL) একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। এটি ১৯২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে বর্তমানের নামে পরিবর্তিত হয়। ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও।