দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন দরখাস্ত | আবেদনপত্র লিখা

 প্রশ্ন : দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। 

আর্থিক সহায়তার জন্য আবেদনপত্র লিখা।


মনে কর, তোমার নাম রানা। তুমি মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের নবম শ্রেণিতে পড়ছো। তোমার আর্থিক অসচ্ছলতার কথা উল্লেখ করে বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল/দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন পত্র লেখ।



দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন

তারিখ: ১ জানুয়ারি ২০২০।

বরাবর,

অধ্যক্ষ/ প্রধান শিক্ষক 

মহেশখালী আইল্যান্ড হাই স্কুল, মহেশখালী, কক্সবাজার ।

বিষয়: দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন।


জনাব/মহোদয়,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়/কলেজের নবম শ্রেণির মানবিক বিভাগের একজন নিয়মিত ছাত্র। আমি অত্র বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে লেখাপড়া করে আসছি এবং প্রত্যেক পরীক্ষায় ভাল ফলাফল করে আপনাদের স্নেহাশীষ অর্জন করেছি। আমার পিতা একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। বর্তমানে আমাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমার এক ভাই ও এক বোন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। আমাদের সংসারে অন্য কোন উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় বর্তমানে সংসার ও আমাদের লেখাপড়ার ব্যয় নির্বাহ করা খুবই কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই অত্র কলেজের দরিদ্র তহবিল হতে মাসিক কিংবা এককালীন ভিত্তিতে কিছু অর্থ সাহায্য আমার খুবই প্রয়োজন।


অতএব, বিনীত নিবেদন এই যে, আমার ফলাফল ও বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে মেহেরবাণীপূর্বক বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে আমাকে কিছু আর্থিক সাহায্য প্রদান করে আমার লেখাপড়া সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ায় সহযোগিতা করতে আপনার সুমর্জি হয়।


নিবেদক

আপনার একান্ত অনুগত

রানা

শ্রেণি: নবম, 

রোল: ১, 

বিভাগ: মানবিক।


বিশেষ দ্রষ্টব্য: 

প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস এবং প্রতিষ্ঠান সঠিকভাবে বসাবেন। 

যে জায়গাগুলো পরিবর্তন করা প্রয়োজন সেগুলো পরিবর্তন করে লিখবেন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url