ডিগ্রি ফলাফল দেখার নিয়ম | Degree Result Published
Degree First Year Results Published Just Now.
ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই। ফলাফল সহজে পাওয়ার কয়েকটা পদ্ধতি রয়েছে। ২টা পদ্ধতি দেখানো হলো।
ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল দেখার নিয়ম ১:
Degree First Year Result বা ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল দেখার জন্য প্রথমেই http://nubd.info/results/ এই লিংকে ক্লিক করে প্রবেশ করুন।
এবার লিংকে প্রবেশ করার পর Exam Name এ Bachelor Degree First Year result সিলেক্ট করুন।
Registration Number এর জায়গায় পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করুন এবং Exam Year এ পরীক্ষার সাল দিন।
সবশেষে Search Results এ ক্লিক করুন, বেশ ফলাফল পেয়ে গেছেন সহজেই
ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল দেখার নিয়ম ২:
ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল দেখার জন্য বা ডিগ্রি ফলাফল দেখার জন্য ২য় যে নিয়মটি রয়েছে সেটাও অনলাইনে। তবে এটা নিয়ম এর চেয়ে ভিন্ন।
প্রথমেই http://results.nu.ac.bd/ এই লিংকে ক্লিক করে প্রবেশ করুন। লিংকে ক্লিক করে প্রবেশ করলে আপনার সামনে Degree, Honours, Master’s সকল অপশন দেখা যাবে। এতে আপনাকে Degree সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে Search Results এ ক্লিক করলে ফলাফল এসে যাবে।
ফলাফল দেখার পৃষ্ঠা :
ফলাফল পাওয়ার জন্য যা যা লাগবে :
- Exam Roll
- Registration Number
- Exam Year
আশা করি পোস্টটি আপনাদের জন্য কাজে আসবে।
এরকম আরও শিক্ষণীয় টিউটোরিয়াল পেতে নিয়মিত ভিজিট করুন mcqsir.com এবং আপনার যেকোনো প্রশ্নের উত্তর জানতে ভিজিট করুন
Priyoforum.com