NU Official CGPA Checking Link | জাবির অফিসিয়াল সিজিপিএ দেখুন শুধু রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে
NU CGPA Result 2024
CGPA বের করতে আমাদের অনেকেই ভুল করে থাকি। কেমন হয় যদি CGPA জাবি কতৃপক্ষ নিজেই জানিয়ে দেয় ?
জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক প্রকাশিত সিজিপিএ দেখুন তাও শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে।
কিভাবে দেখবো সিজিপিএ ?
সর্বপ্রথম ভিজিট করতে হবে ems ওয়েবসাইট। যেখানে আপনার ফলাফল থেকে শুরু করে সবকিছু দেখা যাবে সহজেই।
প্রথমেই ems.nubd.edu এই লিংকে ক্লিক করুন এবং সেখানে গিয়ে দেখতে পারবেন আপনার Registration Number দেওয়ার জন্য বলা হচ্ছে।
ems দিয়ে কি কি করা যায় ?
- সিজিপিএ দেখা যাবে
- ফর্ম ফিলাপ করা যাবে
- ফলাফল পুনঃ নিরীক্ষার আবেদন করা যাবে
ইত্যাদি সহ বিভিন্ন কিছু।
অন্যভাবে সিজিপিএ বের করার নিয়ম :
সিজিপিএ বের করা অনেকের কাছে কষ্টের হলেও এটার সহজ নিয়ম রয়েছে।