সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের কথা বলা হয়েছে ?

প্রশ্ন : সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের কথা বলা হয়েছে ? 

A.১৩৭ নং অনুচ্ছেদে

B.১৩৫ নং অনুচ্ছেদে

C.১৩৮ নং অনুচ্ছেদে

D.১৩৪ নং অনুচ্ছেদে



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের নবম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদের ১৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতি ও আইনের দ্বারা যেরুপ নির্ধারিত হইবে,সেরুপ অন্যান্য সদস্যদের নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url