বাংলাদেশের প্রথম উড়ালসড়ক কোনটি?

প্রশ্ন : বাংলাদেশের প্রথম উড়ালসড়ক কোনটি?

A.পদ্মা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

B.বঙ্গবন্ধু এলিভেটেড এক্সপ্রেসওয়ে

C.চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

D.ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে


যানজটের নগরী ঢাকার ওপর যানবাহনের চাপ কমাতেই দ্রুতগতির ঢাকা উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। মূল লক্ষ্য হচ্ছে উড়ালপথে ঢাকার আশপাশের বড় মহাসড়কগুলোর সঙ্গে একে যুক্ত করা। তবে এর জন্য অপেক্ষা করতে হবে পুরো উড়ালসড়ক চালু পর্যন্ত। 
  • উড়ালসড়কটির দৈর্ঘ্য মোট ১৯.৭৩ কিলোমিটার। 
  • কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার উদ্বোধন ২ আগষ্ট ২০২৩ । 
  • এই পথ পাড়ি দিতে যানবাহনের সময় লাগবে ১২ মিনিট। 
  • বাকি অংশ ২০২৪ সালের জুনে চালুর লক্ষ্য রয়েছে। 
  • কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত ১৫টি স্থানে যানবাহন ওঠানামার ব্যবস্থা আছে। 
  • টোল প্লাজা রয়েছে ছয়টি। মোট ৮ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। 
  • মোটরসাইকেলসহ চাকার যানবাহন নয়।
  •  উড়ালসড়কটি বাংলাদেশ সরকারের মালিকানায় আসবে ২৫ বছর পর।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url