স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরিধি ও পরিচিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরিধি ও পরিচিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরিধি ও পরিচিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর জেনে নিন!

০১.স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বলতে কী বুঝ?

উত্তর : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস হলাে বাংলাদেশের অভ্যন্তরস্থ মানুষের ইতিহাস। এ ইতিহাস মূলত ১৯৪৭ সাল পরবর্তী সময়কাল থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বিস্তৃত।

০২.ইতিহাস শব্দের আভিধানিক অর্থ কী?

উত্তর : ইতিহাস শব্দের আভিধানিক অর্থ পুরাবৃত্ত, ইতিবৃত্ত বা প্রাচীন বৃত্তান্ত ।

০৩.History শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর : History শব্দটি গ্রিক শব্দ Historia হতে উদ্ভূত হয়েছে।

০৪.ইতিহাসের জনক কে?

উত্তর : গ্রিক দার্শনিক হেরােডােটাসকে ইতিহাসের জনক বলা হয়।

০৫.কোন ঐতিহাসিক বাংলার ইতিহাসকে ‘নিয়ামতপূর্ণ দোযখ’ বলেছেন?

উত্তর : ঐতিহাসিক ইবনে বতুতা সুবে বাংলাকে নিয়ামতপূর্ণ দোযখ বলে অভিহিত করেছেন।


০৬.ইতিহাসের পরিধি বলতে কী বুঝ?

উত্তর : ইতিহাসের পরিধি বলতে ইতিহাসের কার্যক্ষেত্রের সুবিশাল দিগন্তকে বুঝে থাকি।

০৭.বাংলাদেশের ইতিহাসের পরিধি কোন পর্যন্ত বিস্তৃত?

উত্তর : বাংলাদেশের ইতিহাসের পরিধি মূলত বঙ্গভঙ্গ থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পর্যন্ত বিস্তৃত । অর্থাৎ ১৯০৫ সাল থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত।


০৮.ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়?

উত্তর : ১৯৪৭ সালে।


০৯.পাক-ভারত বিভক্তি হয় কবে?

উত্তর : ১৯৪৭ সালে ১৪ ও ১৫ আগস্ট।


১০.বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে?

উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।


১১.বাংলাদেশের অবস্থান কোথায়?

উত্তর : দক্ষিণ এশিয়ার ভারত ও মায়ানমার এর নিকটবর্তী।


১২. বাংলাদেশের আয়তন কত?

উত্তর : ১,৪৭,৫৭০ বর্গকিলােমিটার বা ৫৬,৯৭৬ বর্গমাইল।


১৩. আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ৯৩তম।


১৪. বাংলাদেশের সর্বমােট সীমারেখা কত?

উত্তর : ৫,১৩৮ কিলােমিটার।


১৫.বাংলাদেশের স্থলসীমা কত?

উত্তর : ৪,৪২৭ কিলােমিটার।


১৬.বাংলাদেশের আন্তর্জাতিক সমুদ্র সীমা কত?

উত্তর : ২০০ নটিক্যাল মাইল।


১৭.বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত?

উত্তর : ৭১১ কিঃ মিঃ।


১৮. বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সাথে সংযােগ রয়েছে?

উত্তর : ভারত ও মায়ানমার।


১৯.পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার অন্যতম কারণ কী?

উত্তর : পূর্ব বাংলার উপর পশ্চিম পাকিস্তানিদের অমানবিক বৈষম্য ও নির্যাতন।


২০.বাংলাদেশের ভৌগােলিক পরিচিতি দাও।

উত্তর: বাংলাদেশের বিস্তৃতি ২০°৩৪° উত্তর অক্ষাংশ হতে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url