৪৬ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪ । 46th bcs circular by www.bpsc.gov.bd

৪৬ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪ । 46th bcs circular by www.bpsc.gov.bd

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আওতাধীন ৪৬ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪ পিডিএফ । ৪৬ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪ bpsc.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিসিএস পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা, আবেদনের নিয়েমাবলী, ক্যাডার সংখ্যা, সিলেবাসসহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হল ।
46th bcs


৪৬ তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২৪ 

বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শুন্য পদসমুহ প্রতিযােগিতামূলক ৪৬তম বিসিএস পরীক্ষা -২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যােগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা হচ্ছে ।

  ৪৬ তম বিসিএস টাইম লাইন 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৩

আবেদনপত্র  জমাদান শুরু : ১০ ডিসেম্বর ২০২৩

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ :  ৩১ ডিসেম্বর ২০২৩

প্রিলিমিনারী পরীক্ষা : মার্চ ২০২৪

পদ সংখ্যা: ৩১৪০(ক্যাডার) ৩০০ (নন ক্যাডার)

আবেদন ফি: ৭০০ টাকা

আবেদন লিংক: bpsc.teletalk.com.bd


ok 

ক্যাডরের নাম ও পদসংখ্যা
৪৬ বিসিএসে ক্যাডার ও নন ক্যাডারসংখ্যা যথাক্রমে ৩১৪০ এবং ৩০০ ।

ক্যাডরের নাম

পদসংখ্যা

শিক্ষা৯২০
প্রশাসন২৭৪
পুলিশ৮০
পররাষ্ট্র১০
আনসার১৪
স্বাস্থ্য১৬৯৮
অডিট০৪
ট্যাক্স৩৮
কাস্টমস০৬
সমবায়০৭
গণপূর্ত৬৫
মোট ক্যাডার৩১৪০

বয়সসীমা

ক. মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থী ছাড়া অন্যান্য সকল ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩০ বছর (জন্মতারিখ ০২/১১/২০০২ সর্বোচ্চ ০২/১১/১৯৯৩ এর মধ্যে)।

খ. মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের প্রার্থীর জন্য বয়স ২১ হতে ৩২ বছর (জন্মতারিখ ০২/১১/২০০২ সর্বোচ্চ ০২/১১/১৯৯৩ এর মধ্যে)

প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন ও বিষয়াবলী প্রকাশ করা হয়েছে ।  বিসিএস প্রিলিমিনারি মোট সময় ২ ঘণ্টা ।

  • প্রতিটি MCQ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন এবং ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) নম্বর কর্তন করা হবে।
  • (৪) লিখিত পরীক্ষায় পাশ নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে এবং উহার সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
  • মৌখিক পরীক্ষার পাশ নম্বর হবে ৫০ (পঞ্চাশ)।
পরীক্ষার বিষয়নম্বর
বাংলা ভাষা ও সাহিত্য৩৫
ইংরেজি ভাষা ও সাহিত্য৩৫
বাংলাদেশ বিষয়াবলি৩০
আন্তর্জাতিক বিষয়াবলি২০
পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা১০
সাধারন বিজ্ঞান১৫
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
গাণিতিক যুক্তি১৫
ধারণামূলক বিশ্লেষণ১৫
নীতি ও সুশাসন১০
সর্বমোট২০০

অনলাইনে আবেদন ফরম পূরণ পদ্ধতি

প্রার্থীকে Teletalk BD Ltd-এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।
উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে ৪৬তম বিসিএস-এর Advertisement, অনলাইনে আবেদনপত্র পূরণের বিস্তারিত নির্দেশনা এবং Cadre Option-এর ভিত্তিতে তৈরিকৃত ৩ ক্যাটাগরি পদের জন্য নির্ধারিত Application Form (BPSC Form-1) এর রেডিও বাটন দৃশ্যমান হবে। Advertisement এর রেডিও বাটন ক্লিক করলে ৪১তম বিসিএস এর বিজ্ঞাপন পাওয়া যাবে।
ক্যাডার চয়েস-এর উপর ভিত্তি করে Application Form (BPSC Form-1)-এর ৩টি ক্যাটাগরি রয়েছে, যেমন
  1.     Application Form for General Cadre
  2.  Application Form for Technical Cadre/Professional Cadre
  3.   Application Form for General and Technical/ Professional (both) Cadre 

প্রার্থী শুধু General Cadre এর প্রার্থী হতে ইচ্ছুক হলে General Cadre এর Application Form এর রেডিও বাটন ক্লিক করলে General Cadre এর আবেদনপত্র (BPSC Form-1) দৃশ্যমান হবে। অনুরূপভাবে General and Technical/Professional ক্যাডারের প্রার্থী হতে ইচ্ছুক হলে তাকে both cadre এর জন্য নির্ধারিত ৩য় রেডিও বাটনটি ক্লিক করলে নির্ধারিত both cadre এর জন্য BPSC Form-1 দৃশ্যমান হবে। কাক্ষিত BPSC Form-1 দৃশ্যমান হলে ফরমের প্রতিটি অংশ প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে। BPSC Form-1-এর ৩টি অংশ রয়েছে: Part-1 Personal Information, Part-2 Educational Qualification, Part-3 Cadre Option. BPSC Form-1 পূরণ সংক্রান্ত নির্দেশাবলি অংশের বিস্তারিত নির্দেশনা এবং BPSC Form-1 এর প্রতিটি field এ প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে BPSC Form-1 পূরণ করতে হবে।

আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি

প্রথম SMS:  BCS <space>User ID লিখে send করুন 16222 নম্বরে।
Example: BCS QRNTCBTP
Reply : Applicant’s Name, Tk-700(100 Tk. for Physically Handicapped, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be Charged as Application Fee. Your PIN is (8 digit number) 12345678. To Pay Fee, type BCS < Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BCS <space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে।
Example: BCS YES 12345678
Reply : Congratulations! Applicant’s Name, payment completed successfully for 46th BCS
Examination. User ID is (******) and Password (*******).
N.B.: For Lost Password, Please Type BCS<Space>HELP<Space>SSC Board <Space> SSC
Roll<Space>SSC Year and send to 16222.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url