এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ বা ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ বা ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি 

এইচএসসি রেজাল্ট ২০২৩ হওয়ার পর পরই বোর্ড চ্যালেঞ্জ বা ফলাফল পুনঃনিরীক্ষণ এর আবেদন শুরু হয়। রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন এবং ফলাফল  সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ বা ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি


এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার পাশের হার ৭৮.৬৪ শতাংশ । 

৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এ বছর ছাত্রীদের পাশের হার ৮০.৫৭%, ছাত্রদের পাসের হার ৭৬.৭৬% এবং মোট জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী । উল্লেখ্য যে, যে সকল পরীক্ষার্থী আশানুরুপ ফলাফল করতে পারনে নি তাদের জন্য এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ থাকবে ।


গুরুত্বপূর্ণ সময় ও তারিখ

আবেদন শুরু: ২৭ নভেম্বর ২০২৩

আবেদন শেষ: ০৩ ডিসেম্বর ২০২৩

আবেদন ফি : ১৫০ টাকা (প্রতি পত্রের জন্য)

ফলাফল প্রকাশ : ডিসেম্বরের মাঝামাঝি


ফলাফল পুনঃনিরীক্ষণ কি?

পিএসসি,জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় যারা আশানুরুপ ফলাফল করতে পারেন নি । অর্থ্যাৎ ভাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের পরীক্ষার খাতা আবার মূল্যায়ন করাকেই ফলাফল পুনঃমূল্যায়ন বা রেজাল্ট বোর্ড চ্যালেন্জ বলে । এ প্রক্রিয়ায় প্রার্থীর খাতায় সব উত্তরের নাম্বার সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা বা যোগ ফল ঠিক আছে কিনা তা চেক করা হয় । উল্লেখ্য যে, ফলাফল পুনঃমূল্যায়ন করার ক্ষেত্রে কারো নম্বর যদি বাড়ে তবে বাড়িয়ে দেওয়া হয়, কখনও প্রাপ্ত নম্বর কমানো হয় না ।

যেভাবে আবেদন করতে হবে :

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC<Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।



উদাহরণ

ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে মেসেজ অপশনে RSC Dha 123456 136 Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN নম্বর দেয়া হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC<Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের (যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে) জন্য আবেদন করা যাবে। সে ক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC<Space> Dha Space Roll Number Space> 136, 137 লিখতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ৩০০ টাকা ফি কাটা হবে।


ক্রমিক নং

বিষয়ের নাম

বিষয় কোড

বাংলা

101-102

ইংরেজি

107-108

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

275

অর্থনীতি

109-110

পৌরনীতি ও সুশাসন

269-270

সমাজকর্ম

271-272

যুক্তিবিদ্যা

121-122

মনোবিজ্ঞান

123-124

ভূগোল

125-126

১০

উচ্চতর গণিত

265-266

১১

পরিসংখ্যান

129-130

১২

পদার্থবিজ্ঞান

174-175

১৩

রসায়ন

176-177

১৪

জীববিজ্ঞান

178-179

১৫

ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ও সার্ভে

180-182

১৬

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

267-268

১৭

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

277-278

১৮

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন

286-287

১৯

সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা

235-236

২০

হিসাববিজ্ঞান

253-254

২১

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা292-293

২২

কৃষিশিক্ষা239-240

Post a Comment

1 Comments