অনার্স ৩য় বর্ষ সাজেশন্স অটোমানদের ইতিহাস ১৯২৪

 

অনার্স ৩য় বর্ষ সাজেশন্স অটোমানদের ইতিহাস ১৯২৪ 
বিষয় কোড: ২৩১৬০৩

ক – বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. অটোমান তুর্কিরা কোন গোত্রের লোক ছিলেন?

উত্তর: অটোমান তুর্কিরা মধ্য এশিয়ার ওঘুজ গোত্রের লোক ছিলেন।

২. অটোমান তুর্কিদের পূর্বপুরুষ কারা?

উত্তর: অটোমান তুর্কিদের পূর্বপুরুষ মধ্য এশিয়া ও পারস্যর সেলজুক জাতি।

৩. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান।

৪. গোল্ডেন হোর্ড কী?

উত্তর: গোল্ডেন হোর্ড হলো মোঙ্গলদের সময় প্রতিষ্ঠিত সুবর্ণ রঙের তাবু, যা যুদ্ধের সময় ব্যবহার করা হতো।

৫. অটোমান সুলতান ওরখানের পিতার নাম কী?

উত্তর: অটোমান সুলতান ওরখানের পিতার নাম ওসমান।

৬. একটি নিয়মিত অটোমান সেনাবাহিনীর সংগঠক কে?

উত্তর: একটি নিয়মিত অটোমান সেনাবাহিনীর সংগঠক ওরখান।

৭. জেনিসারি কারা?

উত্তর: জেনিসারি হল সুলতান ওরখান কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র সেনাবাহিনী।

৮. সুলতান প্রথম বায়েজিদ এর উপাধি কী ছিল?

উত্তর: সুলতান প্রথম বাইজিদের উপাধি ছিল ইলদ্রিম।

৯. তিমুরতাস কে ছিলেন?

উত্তর: তিমুরতাস ছিলেন বিখ্যাত অটোমান সেনাপতি।

১০. কিজিলবাস কারা?

উত্তর: অঙ্গোরার যুদ্ধে আটককৃত সাতটি গোত্র কিজিলবাস নামে পরিচিত ছিল।

১১. মধ্যযুগের আলেকজান্ডার কাকে বলা হয়?

উত্তর: তৈমুর লঙকে মধ্যযুগের আলেকজান্ডার বলা হয়।

১২. ভার্নারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?

উত্তর: ভার্নারের যুদ্ধ ১৯৪৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।

১৩. মারজ ই-দাবিকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর: মারজ ই-দাবিকের যুদ্ধ ১৫১৬ সালের ২৪ শে আগস্ট সালে সংঘটিত হয়।

১৪. খাইরুদ্দিন বারবারোসা কে ছিলেন?

উত্তর: খাইরুদ্দিন বারবারোসা ছিলেন সোলায়মানের নৌ সেনাপতি।

১৫. মহামতি কার উপাধি?

উত্তর: মহামতি অটোমান শাসক সোলায়মান এর উপাধি।

১৬. মাতাল সেলিম কাকে বলা হয়?

উত্তর: মাতাল সেলিম বলা হয় দ্বিতীয় সেলিমকে।

১৭. কুপ্রিলি পরিবার থেকে প্রথম উজির কে ছিলেন?

উত্তর: কুপ্রিলি পরিবার থেকে প্রথম উজির ছিলেন মোহাম্মদ কুপ্রিলি।

১৮. ১৭৭৪ খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির নাম কী?

উত্তর: ১৭৭৪ খ্রিস্টাব্দে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির নাম কুচুক কাইনারজির চুক্তি।

১৯. নিজাম ই-জাদিদ কী?

নিজাম ই-জাদিদ হল সুলতান তৃতীয় সেলিমের সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র সেনাবাহিনী।

২০. জেনিসারি বাহিনীকে ধ্বংস করেন কে?

উত্তর: জেনিসারি বাহিনীকে ধ্বংস করেন সুলতান দ্বিতীয় মাহমুদ।

২১. হাত্তি শরীফ কি

উত্তর: ১৮৩৯ সালের ৩ নভেম্বর সুলতান আব্দুল মজিদ শাইখুল ইসলাম ও মুফতিদের অনুমোদন গ্রহণ করে যে ফরমান জারি করেন তুরস্কের ইতিহাসে তা হাত্তি শরীফ বা পবিত্র রাজাজ্ঞা নামে পরিচিত।

২২. মিল্লাত শব্দের অর্থ কি?

উত্তর: মিল্লাত শব্দের অর্থ ধর্মীয় সম্প্রদায়।

২৩. ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কত সালে?

উত্তর: ১৮৫৩ সালে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় ।

২৪. প্রদীপবাহী মহিলা কাকে বলা হয়?

উত্তর: প্রদীপবাহী মহিলা ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়।

২৫. কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে?

উত্তর: প্যারিস সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে।

২৬. কাকে Sick man of Europe কাকে বলা হয়?

উত্তর:তুরস্ককে Sick man of Europe কাকে বলা হয়।

২৬. আতাতুর্ক শব্দের অর্থ কি?

উত্তর:আতাতুর্ক শব্দের অর্থ জাতির পিতা।

২৭. কত সালে লুজান চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর:১৯২৩ সালের ২৪শে জুলাই লুজান চুক্তি স্বাক্ষরিত হয়।

২৮. লুজান চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

উত্তর: সুইজারল্যান্ডের লুজান শহরে লুজান চুক্তি স্বাক্ষরিত হয়।


খ. বিভাগ. সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১. এশিয়া মাইনরের পরিচিয় দাও।

২. অটোমানদের উন্থান সম্পর্কে লেখ।

৩. জেনিসারি বাহিনীর ওপর টীকা লেখ।

৪. আঙ্গোরার যুদ্ধের কারণগুলো কী?

৫. আঙ্গোরার যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।

৬. কনস্টান্টিনোপল পতনের কারণ কী?

৭. ক্রিমিয়া যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।

৮. সুলতান প্রথম সেলিমের মিসর বিজয়ের ফলাফল সংক্ষেপে বর্ণনা কর।

৯. মামলুক কারা?

১০. কুপ্রিলি উজিরদের পরিচয় দাও।

১১. কুচুক কাইন্রজির সন্ধি সম্পর্কে সংক্ষেপে লেখ।

১২. নিজাম ই জাদিদ সম্পর্কে যা জান লেখ।

১৩. গ্রিক স্বাধীনতা সংগ্রামের কারণগুলো সংক্ষেপে লেখ।

১৪. তানজিমাত বলতে কী বুঝায়?

১৫. বার্লিন চুক্তি কী?

১৬. নব্য তুর্কি আন্দোলন বলতে কী বুঝায়?

১৭. ক্যাপিচুলেশন প্রথা সম্পর্কে যা জান লেখ।

১৮. বিশ্ব ইসলামবাদ বলতে কী বুঝায়?

১৯. রি- ইনসিওরেন্স চুক্তি বলতে কী বুঝায়?

২০. ইসমত ইনোনুর পরিচয় দাও।


গ. বিভাগ. রচনামূলক প্রশ্নাবলি

১. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমানের কৃতিত্ব আলোচনা কর।

২. জেনিসারি বাহিনীর গঠন সম্পর্কে তোমার ধারনা দাও।

৩. ঐতিহাসিক ভার্নার যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা কর।

৪. প্রধানমন্ত্রী সুকোল্লি অনুসৃত পরিকল্পনাগুলো সংক্ষেপে লেখ।

৫. অটোমানদের পতনরোধে কুপ্রিলি উজিরদের ভূমিকা আলোচনা কর।

৬. কুচুক কাইনারজির সন্ধি সম্পর্কে লেখ। ইউরোপের ইতিহাসে এর তাৎপর্য লেখ।

৭. সুলতান তৃতীয় সেলিমের বৈদেশিক নীতি আলোচনা কর।

৮. সুলতান দ্বিতীয় মাহমুদ প্রবর্তিত সংস্কারগুলেঅ বর্ণনা কর।

৯. তানজিমাত বলতে কী বুঝ? এটি ব্যর্থ হয়েছিল কেন?

১০. ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।

১১. ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল আলোচনা কর।

১২. নব্য তুর্কি আন্দোলন বলতে কী বুঝ? এটি ব্যর্থ হয়েছিল কেন?

১৩. নব্য তুর্কি সরকারের সাফল্য মূল্যায়ন কর।

১৪. প্যান ইসলামিজমের অবদান মূল্যায়ন কর।

১৫. বলকান যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল বর্ণনা কর।

১৬. সের্ভাস সন্ধি সম্পর্কে আলোচনা কর।

১৭. লুজান চুক্তি কী? এ চুক্তির শর্তাবলি ও ফলাফল আলোচনা কর।

১৮. মুস্তাফা কামাল পাশা প্রবর্তিত সংস্কারসমূহ সম্পর্কে আলোচনা কর।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, লিংকে ক্লিক করে অটোমানদের ইতিহাস ১৯২৪ pdf download করে নাও। কোর্সটিকায় আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url