প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ৩য় ধাপ | Primary Teacher Exam Answer

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান (৩য় ধাপ ) | Primary Teacher Exam Answer


এক নজরে দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন





প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা  প্রশ্নের সমাধান:







প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা অংশের সমাধান 

১. ‘কাঁদো নদী কাঁদো এর রচয়িতা কে? 
ক. মানিক বন্দ্যোপাধ্যায় 
খ. শহীদুল্লা কায়সার 
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
 ঘ. মুনীর চৌধুরী 
উ: গ 

২. 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত? 
ক. ফার্সি
খ. হিন্দি
গ. উর্দু 
ঘ. তুর্কি
 উঃ ঘ 

৩. ‘জরা’ এর বিপরীত শব্দ কোনটি? 
ক. জীবন 
খ. মৃত্যু 
গ. যৌবন 
ঘ. পতিত 

উ: গ

৪. 'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি? 
ক. উক্ত 
খ. বাক্য
গ. ভবিতব্য 
ঘ. বক্তব্য 
উ: ঘ

৫.‘বিবর' শব্দের অর্থ কি? 
ক. চূড়া 
খ. বরহীনা 
গ. বরহীন 
ঘ. গহ্বর 
উ: ঘ 
'। বিবর' শব্দের অর্থ গহ্বর, গর্ত। 
৬. ‘মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে ? 
ক. জহির রায়হান 
খ. আব্দুল জব্বার খান 
গ. শেখ নিয়ামত আলী 
ঘ. খান আতাউর রহমান
 উ: খ

৭. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে- 
ক. কমা 
খ. সেমিকোলন
 গ. দাঁড়ি 
ঘ. কোলন 
উ: ক 

৭.বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? 
ক. ২০টি 
খ. ২১টি 
গ. ১৮টি 
ঘ. ২২টি 
উ: ক 
৮. ‘বাংলাদেশ' কবিতাটি কার লেখা? 
ক. অমিয় চক্রবর্তী 
খ. ফররুখ আহমদ 
গ. আহসান হাবীব
 ঘ. শামসুর রাহমান 
উ: ক 
৯. 'চাঁদ দেখা যাচ্ছে- এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? 
ক. ভাববাচ্য 
খ. কর্মকর্তৃবাচ্য 
গ. কর্তৃবাচ্য 
ঘ. কর্মবাচ্য 
উ: খ
 ১০. ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত' - এ উদ্ধৃতিটি কার? 
ক. সুভাষ মুখোপাধ্যায় 
খ. দ্বিজেন্দ্রলাল রায়
 গ. শামসুর রাহমান 
ঘ. কামিনী রায়
 উ: ক
 ১১. ‘চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা? 
ক. প্যারীচাঁদ মিত্র 
খ. মানিক বন্দ্যোপাধ্যায় 
গ. দ্বিজেন্দ্রলাল রায় 
ঘ. বিষ্ণু দে 
উ: ঘ

১২. ব্যায়ামে শরীর ভালো থাকে কোন কারকে কোন বিভক্তি? - বাক্যে নিম্নরেখো শব্দটি 
ক. করণে ৭মী 
খ. কর্মে ৭মী 
গ. অপাদানে ৭মী 
ঘ. অধিকরণে ৭মী 
উ: ক 

১৩. ‘বাংলা সাহিত্যের কথা' কার রচিত? 
ক. ড. হুমায়ুন আহমেদ 
খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ 
গ. ড. সুকুমার সেন
 ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 
উ: খ 

১৪. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 
ক. ৮টি 
খ. ৯টি 
গ. ১০টি 
ঘ. ১২টি 
উ: গ 
১৪।সোনালি কাবিন কাব্যটি কার লেখা 
ক. হাসান হাফিজুর রহমান 
খ.আল মাহমুদ 
গ. হুমায়ুন আজাদ 
ঘ. শক্তি চট্টোপাধ্যায় যাত্রী 
উ: খ

১৫. ‘মনোহর' শব্দটির সন্ধিবিচ্ছেদ- 
ক. মন + অহর 
খ. মন + হর 
গ. মনঃ + হর 
ঘ. মনো + হর 
উ: গ 
১৬. ‘Forgery' শব্দের বাংলা পরিভাষা কি ? 
ক. তছরুপ 
খ. বাজেয়াপ্ত
গ. পূর্বাভাস 
 ঘ. জালিয়াতি 
উ: ঘ 
১৭. ‘ষড়ঋতু' কোন সমাস? 
ক. দ্বন্দ্ব 
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি 
ঘ. দ্বিগু 
উ: ঘ
১৮.বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল - 
ক. ৪০০ - ৮০০ খ্রিঃ
 খ. ৫০০ - ১০০০ খ্রিঃ 
গ. ৭০০-১৪০০ খ্রিঃ 
ঘ. ৬৫০ - ১২০০ খ্রিঃ 
উ: ঘ 
১৯. 'মুজিববর্ষ' কোন সমাস ? 
ক. দ্বন্দ্ব সমাস 
খ. দ্বিগু সমাস 
গ. কর্মধারয় সমাস 
ঘ. অব্যয়ীভাব সমাস 
উ: গ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url